বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির নেতা-কর্মীরা স্বস্তিতে নেই

চাঁদপুর এক সময় বিএনপির ঘাঁটি বলে বিবেচিত হলেও বিভিন্ন মামলা-হামলায় গভীর সংকটে পড়েছে দলটি। গত সংসদ নির্বাচন ঘিরে দলে গ্রুপিং শুরু হয়, যা পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। জেলার ৮টি উপজেলার ৫টি সংসদীয় আসনে শুধু জেলা সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে দলীয় কর্মসূচি সীমিতভাবে পালিত হচ্ছে।

কচুয়া আসনের সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গত নির্বাচনের আগে প্রবাস থেকে দেশে ফিরে পুলিশের হাতে আটক হয়ে কারাবন্দী হন। জামিন নিয়ে বেরিয়ে তিনি কচুয়ায় দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মামলা-হামলা, গ্রুপিংসহ নানা সমস্যায় জর্জরিত বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সেলিমুচ্ছালাম  জানান, পুলিশের মামলা-হামলায় নেতা-কর্মীরা স্বস্তিতে নেই। অনেকেই এখন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পালিয়ে থাকছেন।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান বলেন, চলতি মাসের মধ্যেই জেলা সম্মেলন করার চিন্তাভাবনা চলছে। বড় রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। একে কেউ গ্রুপিং বলে, যা ঠিক নয়।

সর্বশেষ খবর