বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে নতুন প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন কাল পাচ্ছেন দুই আন্তর্জাতিক সম্মাননা

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতে এক দিনের বিরতি শেষে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছবেন। ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণে           বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সংকট অবসানে এর আগে জাতিসংঘে দেওয়া প্রস্তাবের ভিত্তিতে নতুন কিছু প্রস্তাব তিনি তুলে ধরবেন। এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এবারের সফরে দুটি আন্তর্জাতিক সম্মাননা জানানো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক আগামী ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সবার সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং অভিবাসন ও শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বহুপক্ষীয় পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে এবারের অধিবেশনে আলোচনা হবে। এসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারও বাংলা বক্তৃতায় তিনি বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগান্তকারী সাফল্য ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়গুলোতে আলোকপাত করবেন। পাশাপাশি তার বক্তব্যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ব্লু-ইকোনমি বিষয়ে কর্মপরিকল্পনার মতো বিষয়গুলো উঠে আসবে। এ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে এবারও তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব পেশ করতে পারেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গঠিত ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কে দুটি সংস্থার আমন্ত্রণে দুই অনুষ্ঠানে ভাষণ দেবেন। তিনি থিঙ্কট্যাঙ্ক সিএফআর মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে আসন্ন যুক্তরাষ্ট্র সফরে দুটি সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করবে। আর জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ২৬ সেপ্টেম্বর ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘের এ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা আলোচনায় আসবে এবং এ বিষয়ে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে। পৃথিবীর অন্যতম বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়দানকারী হিসেবে রোহিঙ্গা বিষয়ে অনুষ্ঠেয় বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং নিজের অবস্থান তুলে ধরা অত্যাবশ্যক। এ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কর্তৃক ৭২তম অধিবেশনে প্রদত্ত পাঁচ দফা প্রস্তাব ও ৭৩তম অধিবেশনে পুনর্ব্যক্ত তিন দফা এখনো প্রাসঙ্গিক। উপরন্তু রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতৃত্বের আগ্রহ, সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের জোরালো বক্তব্য ও অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

সর্বশেষ খবর