বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আদালতে চার্জশিট গ্রহণ, ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরগুনা প্রতিনিধি

আদালতে চার্জশিট গ্রহণ, ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দাখিল করা দুটি অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। গতকাল দুপুর সোয়া ২টার দিকে চার্জশিট গ্রহণ করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী। এ সময় তিনি পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পলাতক আসামিরা হলেন- মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯),  মো. মুসা (২২), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), মো. নাইম (১৭), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭) ও প্রিন্স মোল্লা (১৫)। পুলিশের দাখিল করা অভিযোগপত্রের অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামিকে শিশু আদালতে বিচারের জন্য ২২ সেপ্টেম্বর ও প্রাপ্ত বয়স্ক ১০ আসামির জন্য ৩ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ ছাড়াও মামলায় গ্রেফতারকৃত ৬ আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল হাসান সায়মুনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে সকাল ১০টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিফাত হত্যা মামলার ৭ আসামিকে হাজির করা হয়।

রিফাত হত্যা মামলার নিয়মিত ধার্য তারিখ হওয়ায় জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণও আদালতে হাজির হন। মিন্নি সকাল সাড়ে ৯টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে আদালত প্রাঙ্গণে আসেন। এরপর আদালতের ভিতরে একটি রুমে অবস্থান নেন। ১১টার দিকে আদালত থেকে বেরিয়ে বাইরে যান। ১টার দিকে আবার আদালতে আসেন। আদালতের কার্যক্রম শেষে আড়াইটার দিকে আদালত চত্বর থেকে বেরিয়ে যান।

সর্বশেষ খবর