বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই স্থানে নিহত ২

প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জ ও গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে গতকাল দুজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে বলা হয়েছে, নিহতদের একজনের নাম চাপাতি তুহিন এবং আরেকজনের নাম মাসুদ পারভেজ ওরফে পারভেজ। তারা সন্ত্রাসী ও ডাকাত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামি তুহিন ওরফে চাপাতি তুহিন নিহত হয়েছেন। তিনি র‌্যাবের সঙ্গে এর আগে বন্দুকযুদ্ধে নিহত হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। গতকাল ভোরে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় ওই ঘটনায় নিহত তুহিন দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তুহিনের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। আদমজি র‌্যাব-১১ ক্যাম্পের এএসপি মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে আটক করা হয়েছিল। অস্ত্রের সন্ধানে তার দেওয়া তথ্যমতে রাতে শহরের সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় র‌্যাব। এ সময় আগে থেকে ওতপেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন তুহিন। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ পারভেজ ওরফে পারভেজ (৩৩) নামে একজন নিহত হয়েছেন। পারভেজ উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। গতকাল রাত আড়াইটার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের পাশে এ ঘটনা ঘটে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান জানান, মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, ২টি হত্যা এবং অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে। ঘটনাস্থলের আশপাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬টি-শর্ট গান এবং ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত পারভেজের মা রানী বেগম বলেন, পারভেজের নামে ৫টি মামলা চলমান। সব মামলায় সে জামিনে রয়েছে। কোনো হত্যা এবং অস্ত্র মামলা নেই। 

সর্বশেষ খবর