শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝিমিয়ে পড়া জাপার অবস্থা নিভুনিভু

বগুড়ায় জাতীয় পার্টির দলীয় কার্যালয় থাকলেও সেখানে নেতা-কর্মীদের দেখা মেলে না। তার বদলে বসে হকারদের পসরা। সাইনবোর্ডেরও রঙ চং উঠে গেছে। সব মিলিয়ে দিন যাচ্ছে আর নিভুনিভু করছে জাপার অবস্থা।  পার্টির কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন হয়েছে ২০১৬ সালের ৭ এপ্রিল। ওই সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও, আজও অবধি তা হয়নি। যে কারণে সবই চলেছে দায়সারা গোছের। জানা গেছে, জেলা কমিটির কোনো মিটিং হয় না। উপজেলা পর্যায়ে সংগঠনের খোঁজ নেয় না কেউ। এরই মধ্যে আবার দলীয় বেশ কিছু সিদ্ধান্ত ও নানা কারণে দূরত্ব বেড়েছে জেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে। কর্মীরা অভিযোগ করছেন, জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও সাধারণ সম্পাদক সাবেক এমপি নূরুল ইসলাম ওমরের মধ্যে কোনো যোগাযোগও হয় না, তারা মুখোমুখিও হন না, এমনকি একে অপরের সঙ্গে কথাও বলেন না। তাদের ভাষ্য, সাংগঠনিক কর্মকা- না থাকায় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। এতে করে বগুড়ায় অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টি। সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় জাপার সদস্য আবদুস সালাম বাবু জানান, বগুড়ায় জাপার কার্যক্রমে গতি ফেরাতে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনকে ঢেলে সাজাতে হবে। ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা-কর্মীদের দায়িত্বে নিয়ে আসা প্রয়োজন। তরুণদের দলে ভেড়াতে কর্মসূচি নেওয়া দরকার। দলের শীর্ষ নেতাদের আরও ভূমিকা পালন করতে হবে। আমরা এসব বিষয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর