শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেঘনায় বর্ণাঢ্য নৌকাবাইচ

কিশোরগঞ্জ প্রতিনিধি

মেঘনায় বর্ণাঢ্য নৌকাবাইচ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বর্ণাঢ্য আয়োজনে ৯ম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা দেখতে লক্ষাধিক মানুষের ভিড় জমে। ভৈরব নৌকাবাইচ উদযাপন কমিটি আয়োজিত নৌকাবাইচ দেখতে প্রচ- রোদ উপেক্ষা করে নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা বেলা ১২টা থেকেই নদীর পাড়ে ভিড় জমান। বাইচ উপভোগ করার জন্য ভৈরবের পার্শ্ববর্তী রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, বেলাব ও শিবপুর উপজেলা থেকে প্রচুর দর্শনার্থী আসেন। উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়ে শেষ হয় মেঘনা নদীর ওপর নির্মিত রেল ও সড়ক সেতুর ভৈরব প্রান্তে। বাইচে ভৈরবসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও                 ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯টি নৌকা অংশ নেয়। ৩টি দলে ভাগ হয়ে শেষ হয় প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার সমতাপুর গ্রামের শাপলা ভয়েজ ক্লাব। চ্যাম্পিয়ন দলের হাতে একটি কালো রঙের ষাঁড় পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা। তিনটি গ্রুপ চ্যাম্পিয়নকে দেওয়া হয় তিনটি ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে এলইডি টিভি দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান, ভৈরব প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল প্রমুখ।

সর্বশেষ খবর