শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনা ও বরিশালে ডেঙ্গুতে মৃত্যু দুই গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বরিশাল

খুলনা ও বরিশালে ডেঙ্গু আক্রান্ত দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা ডেঙ্গু আক্রান্ত রোজিনা বেগম (৩৫) বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪।

জানা গেছে, রোজিনা বেগম যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার ভোরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কর হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রাত সোয়া ৯টায় পারভীন বেগম (৩৫) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। স্বামীর নাম মো. ফায়জুল হক। শেরে বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ৪/৫ দিন আগে পারভীন বেগমের জ্বর হয়। তারা সময় ক্ষেপণ করায় রোগীর অবস্থা খারাপ হয়। গতকাল দুপুর দেড়টায় তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 এ নিয়ে এই হাসপাতালে মোট ৯জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সর্বশেষ খবর