সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাপাও স্বপ্নে, চুপসে গেছে জামায়াত

জাতীয় পার্টি ঘর গোছানোর স্বপ্ন দেখছে। জামায়াতে ইসলামী প্রকাশ্য কার্যক্রমে অনেকটা চুপসে গেলেও তাদের নানামাত্রিক বাণিজ্য চলছে ক্ষমতাসীন অনেকের হাত ধরে। জাসদ, এলডিপি, কল্যাণ পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাম গণতান্ত্রিক জোট চলতি রাজনৈতিক পরিবেশে টিকে থাকার যুদ্ধেই ব্যস্ত আছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহানগর সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, চট্টগ্রামে জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। অভিন্ন বক্তব্য মহানগর সভাপতি সোলায়মান শেঠেরও। জাসদ (ইনু) ও জাসদ (আম্বিয়া) চট্টগ্রামের তিন শাখাতেই সক্রিয়। জাসদ (আম্বিয়া)’র কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল  চট্টগ্রামের চাঁদগাঁও- বোয়ালখালী আসনের সংসদ সদস্য। হেফাজতের প্রভাবপূর্ণ এলাকা চট্টগ্রাম। হেফাজতের আমির আল্লামা শফী সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে প্রকাশ্য হলেও সংগঠনের অপর একটি অংশ এখনো বিএনপির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা যায়। বাম গণতান্ত্রিক জোটের আটটি দলের মধ্যে চট্টগ্রামে ক্রিয়াশীল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও গণসংহতি আন্দোলন। চট্টগ্রামের অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচিত সাবেক বিএনপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের এলডিপি তার নির্বাচনী এলাকা  সাতকানিয়া-লোহাগাড়া ও চন্দনাইশ কেন্দ্রিক এবং মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টি মূলত হাটহাজারী কেন্দ্রিক সক্রিয়। ইসলামী ফ্রন্ট চট্টগ্রামের কয়েকটি এলাকায় সক্রিয়।

সর্বশেষ খবর