সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাচ গান নাটকে শিশু সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচ গান নাটকে শিশু সাংস্কৃতিক উৎসব

শিশু সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে গতকাল শিশুদের কল-কাকলিতে মুখরিত ছিল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, জাতীয় চিত্রশালা মিলনায়তন ও একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ। নাচ, গান, নাটক ইত্যাদিতে মাতিয়ে রাখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খুদে শিল্পীরা। এ আয়োজনে বিকালে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে রাজশাহীর ভোর হলো নাট্যদল পরিবেশন করে নাটক ‘প্রসন্ন প্রকৃতি’। এরপর সিরাজগঞ্জের নাটকের দল নাট্য নিকেতন একই মিলনায়তনে মঞ্চায়ন করে রবীন্দ্রনাথের নাটক ‘ছুটি’। রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির শিশু নাট্যদল পরিবেশন করে নাটক ‘তারুণ্যের আহ্বান, জয়পুরহাট শিল্পকলা একাডেমি নাট্যদল পরিবেশন করে নাটক ‘পাখির ডানা’। একই সময়ে স্টুডিও থিয়েটার হলে নিজ নিজ পরিবেশনা নিয়ে অংশ নেয় জয়পুরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, নাটোর, রাঙামাটি, মাদারীপুর, শরীয়তপুর ও দিনাজপুরের খুদে শিল্পীরা। আবৃত্তি, একক অভিনয় ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে নান্দনিকতার মুগ্ধতা তৈরি হয় মিলনায়তনজুড়ে। এ ছাড়া এদিন বিকালে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলাকেন্দ্র প্রযোজিত নাটক ‘বাল্যবিবাহ’, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল পরিবেশন করে নাটক ‘আলোর পথে’, নাটোরের ভোর হলো থিয়েটার পরিবেশন করে নাটক ‘বই বই হইচই’ এবং শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল পরিবেশন করে নাটক ‘আমাদের মীনা’। একই সময়ে চিত্রশালা মিলনায়তনে সমবেত সংগীত, একক সংগীত ও সমবেত নৃত্য পরিবেশন করে সিরাজগঞ্জ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, নাটোর, রাঙামাটি, মাদারীপুর ও শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির শিশুশিল্পীরা। ৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৫টি শিশু নাট্য সংগঠনের দশ হাজারেরও বেশি শিশু অংশ নিচ্ছে এবারের উৎসবে। উৎসবে একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও একাডেমি প্রাঙ্গণসহ প্রতিদিন ৮টি  ভেন্যুতে ৯টি জেলার ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ সেপ্টেম্বর শেষ হবে নয় দিনের এ শিশুতোষ উৎসব।

সর্বশেষ খবর