সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উসকানি না দিয়ে সহযোগিতা করুন

কাদের

কক্সবাজার প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা না করে, উসকানি না দিয়ে সরকারের পাশে থাকুন। গতকাল কক্সবাজারের নবনির্মিত সড়ক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব সময় রোহিঙ্গা ইস্যুতে উসকানি দিচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করতে চায়। তারা এই পর্যন্ত কোনোদিন বিদেশিদেরকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কাজ করতে কোনো কথা বলেনি। রাজনৈতিক আন্দোলন নিয়ে একের পর এক ব্যর্থ বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে। এখন রোহিঙ্গাদের সম্মান ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বুঝানোর জন্য চীনের সহায়তা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে চীন সফর করেছেন। আগামী মাসে ভারত সফর করবেন। মূলত রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নিতে বাংলাদেশ প্রচেষ্টা চালাচ্ছে। কাদের বলেন, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায়ের সহায়তার মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবে। গতকাল কক্সবাজারের সড়ক ভবনে আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এরপর স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেকউল্লাহ রফিক এবং জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী জরুরি সহায়তা প্রকল্পের আওতায় কক্সবাজার সদর খুরুশকুল চৌফলদন্ডী-ঈদগাহ, লিংক রোড-লাবণী সড়ক চার লেনে উন্নীতকরণসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়ক, চকরিয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার, মহেশখালীর গোরকঘাটা-জনতাবাজার, কুতুবদিয়া-আজম, পেকুয়া মগনামা ঘাটসহ জেলার বিভিন্ন সড়ক উন্নীতকরণ কাজের উদ্বোধন করেন।

সর্বশেষ খবর