শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা দম্পতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার হ্নীলা ইউপি লেদা ২৪নং রোহিঙ্গা ক্যা¤ন্ডেপ এ ঘটনা ঘটে। এ সময় দুটি  অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা ক্যা¤ন্ডেপর সি-ব্লকের ২২ নম্বর রুমের বাসিন্দা মৃত কাদের হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যা¤ন্ডেপর সি ব্লকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ স্বামী ও স্ত্রীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপন স্থানে লুকিয়ে রাখা আরও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি টিম অভিযানে নামে। তখন তাদের সহযোগীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে পুলিশের তিন সদস্য আহত হন। এরপর আত্মœরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই দম্পতিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি এলজি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর