Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০৪

প্রকৃতি

রাজশাহীর পুকুরে কুমির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুকুরে কুমির

রাজশাহীর চারঘাটে একটি পুকুর থেকে জীবন্ত কুমির উদ্ধার করা হয়েছে। বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর এবং চারঘাট ফায়ার সার্ভিসের আলাদা দুটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে গতকাল বিকাল ৫টার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

নদীতে থাকা কুমির ডাঙায় চলে আসার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকে পুকুরপাড়ে। স্থানীয় প্রশাসন জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল। তবে কুমিরটি কারও কোনো ক্ষতি করতে পারেনি। পুকুরের মালিক গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরের দিকে তাকাতেই দেখেন একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসছে। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে। দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা। বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, এক ধরনের কুমির থাকার কথা লোনা পানিতে অর্থাৎ সাগরে। আর আরেক ধরনের কুমির থাকার কথা মিঠা পানি অর্থাৎ নদীতে। তবে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানি অর্থাৎ পদ্মায় থাকার কথা। কিন্তু পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে প্রাণীটি ডাঙায় চলে এসেছে বলে ধারণা। রাতের আঁধারে এসে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে গেছে। সৌভাগ্য প্রাণীটি কারও কোনো ক্ষতি করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির ডাঙায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিক বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরে সংবাদ দিয়ে তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। এটিকে রাজশাহীর চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর