বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নান্দনিক পরিবেশনায় শিশুরা

সাংস্কৃতিক প্রতিবেদক

নান্দনিক পরিবেশনায় শিশুরা

শিল্পকলা একাডেমিতে চলছে নয় দিনের জাতীয় শিশুকিশোর নাট্য ও সংস্কৃতি উৎসব। গতকাল ছিল উৎসবের পঞ্চম দিন। এদিনও একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র, চিত্রশালা, নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে ছিল ছোট্ট সোনামণিদের কলকাকলি আর হৈচৈ। নাচ, গান, আবৃত্তি ও নাটকের পাশাপাশি ছোটাছুটি ও দুরন্তপনায় সমগ্র একাডেমিকে মুখরিত করে রাখে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিশুরা। গতকাল বিকালে চাঁদপুরের শিশুরা পরিবেশন করে ভিন্নধর্মী গল্পের নাটক ‘বিদ্যামন্ত্র’। মহিউদ্দিন ছড়ার রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আকরাম খান। অভিনয়ের নান্দনিকতায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ভালোলাগার আবেশ তৈরি করেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর একই মিলনায়তনে আরও নাটক পরিবেশন করে কুড়িগ্রাম, ভোলা, বগুড়া ও মুন্সীগঞ্জের শিশুশিল্পীরা। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান : ভালো মানুষের পরিবর্তে দুর্নীতিবাজ ও অসাধু লোকদের হাতে চলে গেছে রাজনীতি। কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজনীতিবিদের মুখোশে থাকা দুর্নীতিবাজদের স্বরূপ উন্মোচিত হয়েছে। দেশের মানুষ এখন রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এসব অনাচারের প্রতিবাদে সোচ্চার দেশের সাংস্কৃতিক অঙ্গন। দুর্নীতিবাজদের সমূলে নির্মূল করারও আহ্বান জানান সংস্কৃতিকর্মীরা। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, জাতীয় কবিতা পরিষদ, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সর্বশেষ খবর