বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে পুলিশের ওপর হামলাকারী পাঁচজন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় পুলিশের ওপর হামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার ফরিদ উদ্দিন রুমি ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার মিজান ওরফে মিশুসহ পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত এপ্রিল থেকে রাজধানীতে পুলিশের ওপর পাঁচবার হামলা হয়েছে। এর সঙ্গে নব্য জেএমবির পাঁচজনের একটি গ্রুপ সেল হামলার পরিকল্পনা, বোমা তৈরি ও বাস্তবায়ন করেছে। পাঁচজনের সেই সেলের রুমি ও মিজানকে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করা হয়। প্রযুক্তির সহায়তায় পুলিশের ওপর হামলাকারী সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। হামলা চালিয়েছে মূলত পাঁচজনের একটি দল। এ দলের সবাইকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ দলটির সঙ্গে এর আগে যে পাঁচজনের উলফপ্যাক রয়েছে তাদেরও যোগাযোগ থাকতে পারে। গ্রেফতার ফরিদ উদ্দিন রুমি ও মিজান ওরফে মিশুর বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে। গত ২৯ এপ্রিল পুলিশের ওপর হামলার ঘটনায়ও তাদের গ্রেফতার দেখানো হবে। পুলিশের ওপর হামলায় ব্যবহৃত বোমাগুলো তুলনামূলক দুর্বল ছিল। সন্দেহভাজন জঙ্গিরা তাদের প্রকৌশল জ্ঞানকে কাজে লাগিয়েছে। তবে সোমবার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া বোমা ছিল শক্তিশালী। তারা খুব শিগগিরই আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

সর্বশেষ খবর