শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই পীরজাদার কলহে আটরশিতে উত্তাপ

বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের মরহুম পীরের দুই ছেলের মধ্যে পারিবারিক কলহ মাথাচাড়া দিয়ে উঠেছে। হঠাৎ করেই শুক্রবার সকালে দরবার শরিফের আশপাশে দুই পীরজাদার প্রচুর কর্মী-সমর্থক জড়ো হন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দিনভর উত্তেজনা চললেও প্রশাসন কঠোর থাকায় কোনো অঘটন ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দরবার শরিফের অদূরে  ফরিদপুর স্পিনিং মিল গেট এলাকায় বৃহস্পতিবার রাতেই ১৪৪ ধারা জারি করা হয়। এলাকার শান্তি রক্ষায় বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। জানা গেছে, দরবার শরিফের নিয়ন্ত্রণাধীন স্পিনিং মিলের ভিতরে হেলিপ্যাড তৈরির উদ্যোগকে কেন্দ্র করে এই উত্তেজনা। বড় পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী এখন গদিনসীন পীর। হেলিপ্যাড নির্মাণের বিরোধিতা করে তার আমমোক্তারনামায় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হলে ১৪৪ ধারা জারি করা হয়। মেজো পীরজাদা মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টির চেয়ারম্যান। ফয়সলের অনুসারীরাই গত সোমবার হেলিপ্যাড তৈরি করতে গেলে গদিনসীন পীরের অনুসারীরা বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা। এখন গদিনসীন পীর এবং তার ছোটভাই ফয়সলের ভক্তরা এলাকায় ভাগ হয়ে নিজ নিজ অবস্থান পোক্ত করছেন। শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, সোয়া ১০টায় পীরজাদা ফয়সলের স্ত্রী শাহিনা ২০টি মাইক্রোবাসযোগে স্পিনিং মিলে ঢুকছেন। একটি কারখানা পরিদর্শনের জন্য আসার কথা ছিল ফয়সলের। কিন্তু এসেছেন তার স্ত্রী। তবে শুক্রবার রাতেই ফয়সল এসে পড়বেন বলে বলাবলি হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় গদিনসীন পীর মাহফুজুল হক সড়ক পথে ঢাকা থেকে বিশ্ব জাকের মঞ্জিলে এসে পৌঁছেছেন। স্থানীয়রা জানান, পিতার মৃত্যুর পর দরবার শরিফের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয় তা দিন দিন তীব্র হয়ে উঠছে। পীর মাহফুজুল হকের ভক্তরা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলকে দুই বছর দরবার শরিফে ঢুকতে দেননি। এ বছর ওরসের সময় পীরজাদা ফয়সল আটরশিতে এলে চরম উত্তেজনা দেখা দিয়েছিল। সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, ১৪৪ ধারা আমজনতার জন্য নয়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবদমান দুই পক্ষের জন্য প্রযোজ্য। তিনি বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার জানান, ১৪৪ ধারা জারির পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবদমান দুই পক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখার নোটিস দিয়েছেন।

সর্বশেষ খবর