রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ শিক্ষার্থী দিয়ে রাজনীতি করছে

-মজিবর রহমান সরোয়ার

আওয়ামী লীগ শিক্ষার্থী দিয়ে রাজনীতি করছে

বরিশালে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে মহানগর কমিটির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিয়ে রাজনীতি করছে। একটা কন্ট্রোলের মধ্য দিয়ে তারা দলীয় কর্মসূচিতে তরুণ ছেলেমেয়েদের নেয়। কারণ তারা জনগণের রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, বরিশালে সরকারি দল একটা মানববন্ধনও করতে দিচ্ছে না রাস্তায়। একটা পথসভা করতে গেলেও অনুমতি নিতে হয়। এখানে ইচ্ছামতো রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় না। এভাবে তারা (সরকারি দল) রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিগত নির্বাচনগুলোতে তাদের (আওয়ামী লীগ) লোকজনই ভোট কেন্দ্রে যায়নি। কারণ তারা জানে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। তারা যে বিরোধী পক্ষকে ভোট দেবে তা নয়, আওয়ামী লীগের যারা কেন্দ্রে গেছে তারাও ভোট দিতে পারেনি। এটা তাদের কস্টের কথা, দুঃখের কথা। এখানে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তারাও দুঃখ-কষ্টে আছেন। রাজনীতি যখন নিষ্ঠুরতায়-অমানবিকতায় পরিগণিত হয়, রাজনীতি যখন রাজনীতিবিদদের হাতে থাকে না, তখন সবার মধ্যেই কষ্ট থাকে। বরিশাল বিএনপির শীর্ষ নেতা সরোয়ার বলেন, ২৯ ডিসেম্বর রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে ব্যবহার করে ভোট ডাকাতি করা হয়েছে যে, তাদের সামলাতে পারছে না সরকার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, সমতা, ন্যায়বিচার। দেশের সর্বত্র এই বিষয়গুলো অনুপস্থিত। ভোটহীন সরকারের কারণেই দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। ভোট কারচুপির কারণে শেখ হাসিনা দুর্নীতি নির্মূল করতে পারছেন না। প্রতিটি স্তরের জবাবদিহিতা তিনি নষ্ট করে দিয়েছেন। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কাউকে পরোয়া করছেন না। ডিসি, এসপি, কমিশনার, ইউএনওর ঠিকভাবে জবাবদিহিতা নেই। সর্বত্রই দুর্নীতি-দুঃশাসন।

সর্বশেষ খবর