রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শুভ মহালয়া উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

শুভ মহালয়া উদযাপিত

শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল মহালয়ায় হিন্দু সম্প্রদায় চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানিয়েছেন। মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও পূজাম-পগুলোতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালিত হয়েছে। চন্ডীপাঠের সঙ্গে ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানান ভক্তরা। ভক্তিমূলক সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা ছিল দিনের আনুষ্ঠানিকতার অংশ। আগামী ৪ অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ৮ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। গতকাল ভোর সাড়ে ৫টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজাম পে চন্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘের (সসকস) আয়োজনে পূজাম পে ভোরে চন্ডীপাঠ, আবাহন সংগীত, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 তিনি বলেন, মর্ত্যে দুর্গা দেবীর আগমনের ক্ষণে সব অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক। আমাদের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। সবাই মিলে আমরা এগিয়ে যাই ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার পথে। রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও ছিল আনুষ্ঠানিকতা। সেখানে চন্ডীপাঠ ও চন্ডীপূজা ছাড়াও আবাহন সংগীত পরিবেশিত হয়েছে। গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন পরিষদ বনানী পূজাম পে ভোরে চন্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর