সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগে কোনো বিরোধ নেই

-আ ক ম মোজাম্মেল হক

আওয়ামী লীগে কোনো বিরোধ নেই

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জেলা আওয়ামী লীগে কোনো বিরোধ নেই। জেলার নেতৃবৃন্দ তৃণমূলসহ সব পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গেল উপজেলা  নির্বাচনে কিছুটা বিরোধ থাকলেও পরে তা সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে সবাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সংগঠিত করে কাজ করে যাচ্ছি। তিনি বলেন,  গাজীপুরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে এমন কোনো বিরোধ নেই যে তাদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ বা মারামারি করেছে। বড় দলে মতভিন্নতা বিভিন্ন পয়েন্টে থাকে। এটা অস্বাভাবিক নয়। এটা যে কোনো সংগঠনেই থাকে। তবে সার্বিক প্রশ্ন যখন আসে তখন সবাই ঐক্যবদ্ধ থাকে। বিশেষ করে সরকারে থাকলে অনেকের না পাওয়ার ব্যথা, কথা থাকে। যেটা বিরোধী দলে থাকলে কম থাকে। তিনি বলেন, দলে আমরা নতুনদের সুযোগ দেব। তবে ত্যাগীদের বাদ দিয়ে নয়। নতুন নেতৃত্ব আনতে হয় দলে গতি সঞ্চালনের জন্য। তবে তা পুরাতনকে অবহেলা করে নয়। ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হচ্ছে, হবে।

মহানগর আওয়ামী লীগে হাইব্রিডের স্থান নেই : গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেছেন, আওয়ামী লীগে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা ত্যাগী নেতা এবং ’৭৫ পরবর্তী সময় থেকে দলের জন্য সর্বোচ্চ শ্রম দিয়েছেন এবং সততার দিক  থেকে যাদের কোনো প্রশ্ন তোলা যায়নি, তাদের অনেকেই দলে পদ পেয়েছেন। আবার অনেকেই পাননি। আমরা চেষ্টা করছি, মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে দলে যাতে কোনো হাইব্রিড স্থান না পায়। ত্যাগী, পরীক্ষিত এবং সৎ নেতাদের দিয়ে মহানগরের থানা এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি হচ্ছে। তিনি বলেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে কোনো প্রতিহিংসা নেই। মহানগর আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব নেই।

সর্বশেষ খবর