সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিগগিরই বিএনপির আহ্বায়ক কমিটি

-ফজলুল হক মিলন

শিগগিরই বিএনপির আহ্বায়ক কমিটি

শিগগিরই গাজীপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। তিনি বলেন, মানিকগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়। ইতিমধ্যে মানিকগঞ্জের  কমিটি হয়ে গেছে এবং নরসিংদীতে কমিটি গঠন কার্যক্রম চলমান। তবে তিনি কারাগারে থাকার কারণে গাজীপুরে আহ্বায়ক কমিটি গঠন হয়নি বলে জানান। ফজলুল হক মিলন বলেন, আহ্বায়ক কমিটি গঠনের পূর্বে গাজীপুরে উপজেলা, পৌর এবং থানা পর্যায়ে অন্য  কোনো কমিটি হবে না। এখন যেহেতু জেলা কমিটি আছে, মহানগর কমিটি গঠন হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচি চলমান কমিটির নেতৃত্বে হবে। গাজীপুরে দলীয় কার্যক্রম প্রসঙ্গে মিলন বলেন, হামলা-মামলার পরও বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালন করছে। গেল জাতীয় নির্বাচনে ভোটডাকাতি হয়েছে। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে দুঃখ, বেদনা আছে কিন্তু হতাশা নেই।

গাজীপুর মহানগর বিএনপি ঐক্যবদ্ধ : গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার বলেছেন, অনেক লড়াই সংগ্রামের পর গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠিত হয়েছে। মহানগরের দলীয় নেতা-কর্মীদের একাট্টা রাখার পাশাপাশি তৃণমূলে জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। দলীয় নিয়ম-শৃঙ্খলা রক্ষায় মহানগর বিএনপির কার্যালয়ে নেতাদের হাজিরা খাতার ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহে শনি ও বুধবার কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাদের খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক করা হয়েছে। মহানগরে তৃণমূল নেতা-কর্মীদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মহানগরে দলীয় পদে থাকা নেতৃবৃন্দকে মাসিক সভায় অংশ নিতে হচ্ছে। পর পর তিন বার এ সভায় অংশ না নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর