সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের জন্য সেইফ জোন করার প্রস্তাব নাকচ মিয়ানমারের

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘সেইফ জোন’ বা নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব নাকচ করে মিয়ানমার বলেছে, দুই বছর আগে সম্পাদিত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির বাইরে গিয়ে তাদের কিছু করার নেই। সূত্র : রয়টার্স।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের পঞ্চম দিনের বিতর্কে নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়ের মন্ত্রী  কোয়ে তিন্ত সোয়ে একথা বলেন। ‘বাংলাদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রত্যাবাসন হবে’ জানিয়ে কোয়ে তিন্ত সোয়ে বলেন, মিয়ানমারের  ভিতরে ‘সেইফ জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরির চাপ রয়েছে। কিন্তু এটি নিশ্চিত করা যাবে না, বাস্তবসম্মতও নয়। তবে তিনি জানান, আন্তর্জাতিক মহলের উদ্বেগের মুখে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ‘আরও উপযোগী পরিবেশ’  তৈরিতে মিয়ানমার এখন অগ্রাধিকার দেবে। তিনি বলেন, এক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ, জাতিসংঘ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে দ্বিপক্ষীয় চুক্তি বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটাই বাস্তুচ্যুত ব্যক্তিদের সমস্যা সমাধানের একমাত্র সম্ভাব্য উপায়। তিন্ত সোয়ে আরও বলেন, এখন মিয়ানমার প্রত্যাবাসনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিকে অগ্রাধিকার দেবে।

সর্বশেষ খবর