শিরোনাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে পুলিশের ওপর হামলার দায় স্বীকার নব্য জেএমবি রুমির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবির সদস্য ফরিদ উদ্দিন রুমি। এ ছাড়া সংগঠনটির সদস্য মিশুক খান মিজানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রুমির জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিজানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে রুমি ও মিজানকে গ্রেফতার করা হয়। ২৪ সেপ্টেম্বর মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী রুমি ও মিজানের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রুমি ও মিজান গ্রেফতারের পর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, রাজধানীর গুলিস্তানসহ পুলিশের ওপর পাঁচটি বোমা হামলার সঙ্গে নব্য জেএমবির পাঁচজনের মধ্যে রুমি ও মিজান অন্যতম। তাদের পরিকল্পনায় হামলা হতো। হামলায় ব্যবহৃত বোমাগুলো তারাই তৈরি করেছিল। ২৯ এপ্রিল গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ খবর