সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আশ্বিনে শ্রাবণধারা

আরও তিন দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

শরতের নীল আকাশ উধাও। ঘন কালো মেঘ আর তুমুল বৃষ্টিতে ভাসছে ঢাকা। আশ্বিনে বইছে শ্রাবণধারা। সারা দেশে আরও তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল সারা দিনে ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভোলায় ৬০ মিলিমিটার। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর