সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাত বছর পর ভারতে গেল বাংলাদেশের ইলিশ

বেনাপোল প্রতিনিধি

সাত বছর পর ভারতে গেল বাংলাদেশের ইলিশ

সনাতন হিন্দু সম্প্রদারের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে গতকাল প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। প্রতিকেজি ইলিশের মূল্য ৬ মার্কিন ডলার নির্ধারণ করে রপ্তানি করা হচ্ছে। ফলে বাংলাদেশি টাকায় প্রতিকেজির দাম পড়বে ৫০০ টাকা করে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো সুপার আজিজুল রহমান ইলিশ মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করে জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে। সে জন্য দুপুরে ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়েছে। সিএন্ডএফ এজেন্টের কাগজপত্র দেখে দ্রুত পণ্য চালানটি ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্কের নিদর্শন হিসেবে দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও ২০১২ সালের আগ পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। সাত বছর পর পূজা উপলক্ষে ফের ইলিশ রপ্তানি করা হলো।

সর্বশেষ খবর