মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যানজট কমাতে উচ্ছেদ অভিযান ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক

যানজট কমাতে উচ্ছেদ অভিযান ডিএনসিসির

কারওয়ান বাজারে গতকাল ডিএনসিসির উচ্ছেদ অভিযান -বাংলাদেশ প্রতিদিন

প্রধান সড়কে যানজট ও যানবাহনের চাপ কমাতে রাজধানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি। এ সময় রাস্তার দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ওয়ার্ড রাজনৈতিক কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল কারওয়ান বাজার, ফার্মগেট, উত্তরা, খিলক্ষেত ও মিরপুরের ফুটপাথ ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএনসিসি। এদিকে উচ্ছেদ করার পরও কারওয়ান বাজারের কাঠপট্টি ও কামারপট্টির রেললাইনসংলগ্ন এলাকায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠতে শুরু করে। সপ্তাহ ঘুরতে না ঘুরতে একই স্থানে গতকাল ফের উচ্ছেদ অভিযান চালানো হয়। বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত কারওয়ান বাজারে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। ২৬ সেপ্টেম্বর একই স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। গতকালের অভিযানে সেখানকার চালের আড়ত, মাছের আড়ত ও রেললাইনের পাশ থেকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই ফার্মগেট থেকে ইন্দিরা রোড পর্যন্ত ফুটপাথ ও সড়কে চলে উচ্ছেদ অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খানের নেতৃত্বে চলা এ অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে ফার্মগেট থেকে কারওরান বাজার পর্যন্ত মূল সড়কে গাড়ির চাপ কমাতে হলিক্রস স্কুল থেকে তেজগাঁও রেল ক্রসিং ও পেট্রোবাংলার সামনের রাস্তাটি বাইপাস হিসেবে নগরবাসী ব্যবহার করতে পারবে। মেট্রোরেল প্রকল্প চলাকালে প্রধান সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হওয়ায় আশপাশের বাইপাস সড়ক দখলমুক্ত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজমের নেতৃত্বে মিরপুর ৬ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের বিভিন্ন সড়কে ৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ ছাড়া ফুটপাথ ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখার অপরাধে দুটি মামলায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া ও জুলকার নাইন ৯ ও ১০ নম্বর সেক্টর ও খিলক্ষেত কাঁচাবাজারে অভিযান চালিয়ে ফুটপাথ ও সড়ক থেকে প্রায় ৬৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উত্তরায় অভিযানকালে মোট ১ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাথের ওপর অ্যাম্বুলেন্স রাখার অপরাধে সাতটি মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর