মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রায় ২৪ অক্টোবর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি

ফেনী প্রতিনিধি

রায় ২৪ অক্টোবর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর। গতকাল রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। বেলা সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্য  দিয়ে মামলার অভিযুক্ত ১৫ আসামিকে সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে হাজির করা হয়। অপর আসামি কামরুন নাহার মণি নবজাতকের মা হওয়ায় তাকে আদালতে তোলা হয়নি। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পিপি হাফেজ আহম্মদ। বাদীপক্ষের আইনজীবী আকরামুজ্জামান ও এম শাহজাহান সাজু আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি খ-ন করে নিজেদের স্বপক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। তারা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এর আগে ১১ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ, গিয়াস উদ্দিন আহম্মেদ নান্নু, আহসান কবির বেঙ্গল ও কামরুল হাসান। ১১ সেপ্টেম্বর আসামি, বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। পরে  গতকাল পর্যন্ত যুক্তি খ-ন চলে। যুক্তি খ-ন শেষে রায়ের তারিখ ঘোষণা করা হয়। ২৭ জুন থেকে এ মামলার সাক্ষ্য কার্যক্রম শুরু হয়। শুরুর পর থেকে প্রতি কর্মদিবসে আদালত সাক্ষীদের জবানবন্দি রেকর্ড  করেন। এ মামলায় মোট ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের তিনতলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামি করে, আটজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করে। পাঁচ দিন মৃত্যু শয্যায় থেকে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন নুসরাত। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। আসামিদের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১২ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর