মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
চাকরির প্রলোভনে গণধর্ষণের অভিযোগ

দুই আবাসন ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক শাকিল কামাল চৌধুরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক নারীর। চাকরির প্রলোভন পেয়ে তিনি গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থেকে রাজধানী ঢাকায় ছুটে আসেন। ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হন ওই নারী। ধর্ষণের অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন ওই নারী। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, রবিবার সন্ধ্যায় অভিযোগ পেয়ে ধানমন্ডি থেকে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আর্থ হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং ইনডেস্ক প্রোপার্টিজের চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মহিউদ্দিন শিকদার। ধর্ষণের শিকার ওই নারীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গতকাল তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্ত দুজনের ডিএনএ পরীক্ষা করা হবে বুধবার, আর ঘটনার শিকার নারীর ডিএনএ পরীক্ষা হবে মঙ্গলবার। পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণের শিকার নারীর গ্রামের বাড়ি পঞ্চগড় সদরে। ৭ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্রে রিহ্যাব পরিচালক শাকিলের দেওয়া চাকরির আশ্বাস পেয়ে ঢাকায় আসেন ওই নারী। রবিবার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে ওই নারী থানায় অভিযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর