বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তলিয়েছে বিস্তীর্ণ অঞ্চল, পদ্মার পানি বিপদসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তলিয়েছে বিস্তীর্ণ অঞ্চল, পদ্মার পানি বিপদসীমার ওপরে

ভারতের বিহার ও উত্তর প্রদেশে প্রচুর বৃষ্টির কারণে রাজশাহীর পদ্মা নদীতে পানি হু হু করে বাড়ছে। ছুঁই ছুঁই করছে বিপদসীমা। গতকাল দুপুরে বিপদসীমা থেকে ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছিল। নদীতে রয়েছে প্রবল স্রোত। ইতিমধ্যে রাজশাহীর চরাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গতকাল দুপুর ১২টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ০৭ মিটার। এর আগে ভোর ৬টায় ছিল ১৮ দশমিক ৪ মিটার। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। আর সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৯০ মিটার। ২৪ ঘণ্টায় পানি বাড়ে ১৪ সেন্টিমিটার। আর ২৭ ঘণ্টায় বাড়ে ১৫ সেন্টিমিটার।

রাজশাহীতে এ বছর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করছেন পাউবো কর্মকর্তারা। কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী পদ্মার পাড়ে পানি পর্যবেক্ষণ করছেন স্থানীয় কর্মকর্তারা। প্রধান প্রকৌশলী জানান, ভারতের উত্তর প্রদেশ ও বিহারে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফারাক্কা বাঁধের গেট খোলা থাকায় গঙ্গা নদী হয়ে সেই পানি পদ্মায় আসছে। তাই পদ্মার পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী তারা পানি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, বন্যার আশঙ্কা আছে নিচু এলাকাগুলোতে। পাবনা এবং কুষ্টিয়ার যেসব এলাকায় বাঁধ সেখান দিয়ে পানি ঢুকে পড়তে পারে। তবে যমুনা নদীতে পানি বৃদ্ধির হার কমে যাওয়ায় রাজশাহীতে বড় রকমের বন্যা হবে না। এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ফারাক্কা বাঁধের গেট খোলা থাকে। এটি নিয়মিত ব্যবস্থাপনার অংশ। কয়েক দিন ধরে গঙ্গা ও পদ্মা নদীর অববাহিকায় অতিবৃষ্টির কারণে নতুন করে পানির উচ্চতা বাড়ছে। এ কারণে উজানে ভারতের বিভিন্ন জেলা এবং ভাটিতে বাংলাদেশে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বন্যা দেখা দিলে তা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পানি বাড়ার কারণে রাজশাহীর বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের বেশকিছু গ্রামে পানি ঢুকে পড়েছে। বাঘার চরাঞ্চলের ১১টি স্কুল রবিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী অবস্থায়। স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানান, পানিবন্দী এসব মানুষকে সরিয়ে নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সব গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বাড়ছে। এতে গত ১২ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার বাড়ায় বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং মহানন্দা নদীর পানি ২৫ সেন্টিমিটার বেড়ে ৩৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, যে হারে পানি বাড়ছে তাতে বন্যার আশঙ্কা নেই। তবে দুই-চার দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজবাড়ী : রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপদসীমার ৭  সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে নদীভাঙন সৃষ্টি হয়েছে। পদ্মা নদীতে তীব্র স্রোত সৃষ্টি  হয়েছে। স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভাঙনের কারণে দৌলতদিয়া লঞ্চ ও ১ নম্বর ফেরিঘাট হুমকির মধ্যে রয়েছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ জানিয়েছেন পদ্মা নদীতে আরও পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ খবর