বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ

আইএসের দায় স্বীকার তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শিরোমণি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে বিস্ফোরণের ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশের বিভিন্ন ইউনিট। গতকাল সকালে ঢাকা থেকে আসা পুলিশের সাত সদস্যের বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে উচ্চপর্যায়ের আরও কয়েকটি টিম মাঠে সক্রিয় রয়েছে। এদিকে জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। তদন্ত টিম কার্যালয়ের ভিতর থেকে বিয়ারিংয়ের টুকরা, স্প্রাইটের খালি বোতল, তারসহ কিছু আলামত উদ্ধার ও ঘটনার সময় আশপাশে থাকা লোকজনের সঙ্গে কথা বলেছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। এদিকে বিস্ফোরণের কিছুক্ষণ আগে কার্যালয়ের ভিতরে একটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে ঘিরে সন্দেহ দেখা দিয়েছে। ওই ব্যাগে থাকা বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগের কর্মীরা জানিয়েছেন, মধ্যবয়সী ওই লোকটিকে ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় একটি চায়ের দোকানেও দেখা গেছে। ওই লোক বেরিয়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর