বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে নিহত দুজন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার দুই আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই সুজিত দে, এএসআই সাইফ ও কনস্টেবল সেকান্দার। এ সময় ৫ হাজার ইয়াবা, দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপি উত্তর  শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী এলাকার উলা মিয়ার ছেলে মো. আমিন ও সদর ইউনিয়নের মৌলভীপাড়ার নূর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন সুমন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সোমবার রাতে একাধিক মামলার পলাতক আসামি দুজনকে বাহারছড়া থেকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিয়ে শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশের একটি টিম অভিযানে গেলে পুলিশের  উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। তিনি আরও জানান, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর