বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মণ্ডপে মণ্ডপে পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

মণ্ডপে মণ্ডপে পূজার প্রস্তুতি

ধবল মেঘের দল, স্ফটিক নীল আকাশ, সূর্যাস্তের প্রান্তে সোনালি কাশফুল বার্তা দেয় প্রকৃতিতে এখন শরৎ। শরৎ এলেই ঢাকের কাঠির বোল জানান দেয় সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আসন্ন। আর মাত্র এক দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই পূজাম পগুলোতে চলছে শেষ সময়ের ব্যস্ততা। রাজধানীর বসুন্ধরা সর্বজনীন পূজাম পের মূল কাঠামো সম্পন্ন হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে ম প প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের রাস্তায় চলছে আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরির কাজও শেষ পর্যায়ে। এখন চলছে প্রধান ফটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি। সোনালি কাঠামোর ওপরে বসানো হয়েছে পাঠকাঠির নকশা। সূর্যাস্তের আলোয় ঝলমলিয়ে উঠছে ম প প্রাঙ্গণ। ম প দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বসুন্ধরা সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক পবিত্র সরকার বলেন, এ বছর সম্পূর্ণ পাটকাঠি দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। ম পের নকশায় ব্যবহার করা হয়েছে পাটকাঠি। প্রতিমা তৈরি করেছেন মাগুরার শিল্পী উজ্জ্বল সরকার গুরু। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দশমীতে বিজয় শোভাযাত্রা করে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করে সব মন্দিরেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে রঙের কাজ। রঙের ছটায় ফুটে উঠছে দেবীর অবয়ব। তাই দম ফেলার ফুরসত নেই শিল্পীদের। প্রতিমা তৈরির পাশাপাশি সমানতালে চলছে ম প তৈরির কাজ। ফার্মগেট খামারবাড়ি পূজাম পে প্রতিবারের মতো এ বছরও নতুন থিমে ম প তৈরি করা হয়েছে। সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ্র বলেন, এ বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃত ভারতের মহারাষ্ট্রের ইলোরা-অজন্তার গুহামূর্তির আদলে ম প তৈরি করা হয়েছে। ইলোরা-অজন্তার আদলেই ৪৫ ফুট উঁচু, ৯০ ফুট প্রস্থ ও ৩০০ ফুট লম্বা পূজাম প তৈরি হয়েছে। আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হবে গুহার আবহ। রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজাম পের প্রস্তুতিও প্রায় শেষ। এখন চলছে ম প প্রাঙ্গণের বাইরের প্যান্ডেল তৈরির কাজ। বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পূজাম প। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, এ বছর সারা দেশে ৩১ হাজার ৩৯৮টি পূজাম পে দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ২৩৭টি পূজাম প। এখন ম পগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

সর্বশেষ খবর