বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রেলমন্ত্রীর জন্য ট্রেন ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকল

ময়মনসিংহ প্রতিনিধি

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের কারণে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের ‘ভিআইপি’ ট্রেন তিস্তা এক্সপ্রেস গতকাল জামালপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায় পৌনে দুই ঘণ্টা পর। ট্রেনটি জামালপুর স্টেশন থেকে বিকাল ৪টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সরিষাবাড়ী স্টেশনে মন্ত্রীর সমাবেশ হতে দেরি হচ্ছিল। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে মন্ত্রী বক্তৃতা করেন। ট্রেন দেরিতে ছাড়ায় তিস্তায় অপেক্ষমাণ শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। অন্যদিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনেও ট্রেনের জন্য অপেক্ষা করেন শতাধিক যাত্রী। বাধ্য হয়ে অনেকেই বিকল্প পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানান, শুনেছি মন্ত্রী রেলে চড়ে ঢাকায় যাবেন তাই জামালপুরে তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকে। ময়মনসিংহে আসে নির্ধারিত সময়ের আরও দুই ঘণ্টা পর। রেলসূত্র জানায়, লাল-সবুজের তিস্তা এক্সপ্রেস জামালপুরের দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ভিআইপি ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেনের শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে জামালপুর, ময়মনসিংহ এবং গফরগাঁও হয়ে ঢাকা যায়। ময়মনসিংহ স্টেশনে রফিকুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, এতদিন মন্ত্রী-এমপিদের কারণে সড়কপথে বিভিন্ন সময় দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন রেলমন্ত্রীর কারণে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শিহাবুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, রাত সাড়ে ১০টায় আমার ফ্লাইট। কিন্তু এখনো ট্রেনে চড়তে পারিনি। কখন ঢাকা যাব, কখন বিমানবন্দরে পৌঁছাব?

সর্বশেষ খবর