শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আহ্বায়ক কমিটির কর্মকান্ড নিয়ে মতভেদ বিএনপিতে

চলতি বছরের ৪ জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে ৫৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়। দলীয় নেতাদের মতে, কোন্দল ভুলে দলটি এখন একাট্টা।

গত ২১ সেপ্টেম্বর জেলা নেতাদেরকে জেলা কার্যালয়ে ডেকে এনে সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। তাদের দাবি, জেলা আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করার ক্ষমতা রাখলেও  তারা কী করে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান, এই আহ্বায়ক কমিটি চরম সমন্বয়হীনতার মধ্যে কার্যক্রম পরিচালনা করছেন। জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব একজন জনবিচ্ছিন্ন নেতা, তিনি ঈশ্বরদীর মানুষ, অবস্থান করেন ঢাকায়। তিনি সমগ্র জেলার রাজনীতি কীভাবে বুঝবেন। এ ব্যাপারে পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা হাবিব বলেন, একটি আহ্বায়ক কমিটির প্রধান কাজই হলো সব ইউনিট কমিটি বিলুপ্ত করা। বর্তমান কমিটিও সেটাই করেছে। তবে প্রক্রিয়াগতভাবে কিছুটা ত্রুটি হয়েছে। বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব নিজেদের মতো করে কাজ করছেন বলেও জানান তিনি। ত্যাগী নেতা দাবি করে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা জানান, আমাদের মতো দলপ্রেমিক ও ত্যাগীদের বাদ দিয়ে বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে, তা মূলত প্রেস রিলিজনির্ভর খাতা-কলমের কমিটি। রাজনৈতিকভাবে মাঠে মোকাবিলা করার সাহস ও যোগ্যতা এদের নেই। দ্রুত সব ত্যাগী ও প্রকৃত সাংগঠনিক লোকজনকে দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি করার দাবি জানান তারা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, অন্যান্য সময়ের তুলনায় জেলা কমিটি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর