শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আজ মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

আজ মহাষষ্ঠী

ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ মহাষষ্ঠী।

পঞ্জিকার সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ৫৮ মিনিটে ষষ্ঠী শুরু হয়ে শনিবার সকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। সকালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট, চ-ীর ঘট বসবে এবং পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। সূচি অনুযায়ী পুরোহিত ষষ্ঠী পূজা সম্পন্ন করবেন। আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এই নির্ঘণ্ট মেনে দেশের পূজাম পগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।

এ বছর সারা দেশে ৩১ হাজার ৩৯৮টি পূজাম পে দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ২৩৭টি পূজাম প। ম পগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজধানী। পাল বাড়ি থেকে পূজাম পে প্রতিমা আনার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর