শিরোনাম
শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুর্গাপূজায় মাতোয়ারা পশ্চিমবঙ্গ

কলকাতা প্রতিনিধি

পঞ্চমীতেই জমে উঠেছে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা। গতকাল নিয়ম-নীতির তোয়াক্কা না করে মহালয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূজার উদ্বোধন করেছেন। ফলে চারদিনের পূজা গড়াতে চলেছে দশদিনে।

কলকাতাতে বড়, ছোট ও মাঝারি মিলিয়ে  পূজা মন্ডপের সংখ্যা প্রায় তিন হাজার। গোটা রাজ্যে এ সংখ্যা প্রায় ২৫ হাজার। দেখা গেছে, অতীতের চেয়ে বর্তমানে পূজার চালচিত্রে এসেছে আধুনিকতার ছোঁয়া। সাবেকিয়ানাকে সরিয়ে সেখানে জায়গা পেয়েছে থিমের পূজা। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর এয়ারস্ট্রাইক থেকে শুরু করে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), কাঁটাতারের বেড়া কিংবা পদ্মার ইলিশের মতো থিমও জায়গা করে নিয়েছে পূজা ম-পে।

 মধ্য কলকাতার ইয়ং বজেয় ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তাদের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে। তাদের থিম বালাকোট এয়ার স্ট্রাইক-যেখানে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সদস্যদেও বোমা নিক্ষেপ করে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে দেখা যাচ্ছে। ম-পের মধ্যেই আইএএফ, পাক জঙ্গিদের প্রায় ৬৫টি মডেল সজ্জিত আছে। মাঝে শোভা পাচ্ছে আইএএফের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বিশাল মডেল। এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আতঙ্কের ছবি ফুটে উঠেছে কসবার রাজডাঙ্গা নব উদয় সংঘের পূজা মন্ডপে। ব্যাডমিন্টনের র‌্যাকেট, কক-ইত্যাদির মডেল দিয়ে উদ্বাস্তুদের জীবনকাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ক্লাবের এবারের থিম ‘একই মাটির সন্তান’। ভারত ভাগের পর বাংলাদেশ ও পাকিস্তানে থেকে যাওয়া আত্মীয় পড়শীরা কেমন আছে? কেমন আছে খয়েরন্নিসা, ইদুল আরা? মূলত তাদের কথা মাথায় রেখেই এবারের থিম। আলোচনার টেবিল ছেড়ে ইলিশ কূটনীতি স্থান পেয়েছে পূজা মন্ডপেও। বাংলায় ইলিশের বড় অভাব, সেই কথা মাথায় রেখেই হয়তো দুর্গাপূজার উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ৫০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৬০ বছরের পুরনো উত্তর শরহতলির বেলঘড়িয়ার বাণী মন্দির ক্লাবে তাই এবার পদ্মার ইলিশের ছড়াছড়ি। অ্যালুমিনিয়াম শিট, নৌকা, জাল, ফাইবার দিয়ে গড়ে উঠেছে বর্ণময় প্যান্ডেল। দর্শকরা মন্ডপে ঢুকলেই দেখা যাচ্ছে পাল তোলা নৌকা থেকে মৎস্যজীবীদের মাছ ধরার জীবনযাত্রার ছবি।

সর্বশেষ খবর