রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার নিরাপদ নয় : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার ফিরে যাওয়ার জন্য মিয়ানমার নিরাপদ নয় বলে মনে করছেন জাতিসংঘের স্বাধীন তদন্তকারী ইয়াংঘি লি। কারণ হিসেবে তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নিপীড়নমূলক বিধি-ব্যবস্থার অবসান ঘটাতে নেপিদো ব্যর্থ হয়েছে। সূত্র : এপি। গত শুক্রবার এক প্রতিবেদনে এ অভিযোগ করেছেন জাতিসংঘের নিয়োগকৃত মিয়ানমার বিষয়ক এই তদন্তকারী। সাধারণ পরিষদে বিলি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখনো উত্তর রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গারা ভয়ঙ্কর পরিবেশে বসবাস করছে। ইয়াংঘি লি বলেন, রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গারা তাদের গ্রামের বাইরে যেতে পারছে না, জীবিকা উপার্জন করতে পারছে না। ফলে তাদের নির্ভর করতে হচ্ছে সেখানে প্রবেশের সুযোগ পাওয়া সীমিত মানবিক সাহায্যের ওপর। তিনি বলেন, যখন এ পরিস্থিতি বিরাজ করছে, তখন শরণার্থীদের স্থায়ীভাবে ফিরে যাওয়া নিরাপদ নয়। প্রতিবেদনে জাতিসংঘের তদন্তকারী ইয়াংঘি লি মিয়ানমারে রোহিঙ্গা গ্রামের বসতি গণনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনিক নথি থেকে রোহিঙ্গাদের মুছে ফেলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে, আর এতে তাদের ফিরে আসার সম্ভাবনা আরও সঙ্কুচিত হবে। লি জানান, তিনি এখনো রোহিঙ্গাদের মারধর, হত্যা, বাড়িঘর ও চালের গুদাম পুড়িয়ে দেওয়ার খবর পাচ্ছেন।

সর্বশেষ খবর