মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপিকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনায় মিশ্র প্রতিক্রিয়া

টাঙ্গাইল জেলা বিএনপি উত্তর ও দক্ষিণে দুই ভাগ করার পরিকল্পনায় দলে মিশ্র প্রতিক্রিয়া আছে। দলের কেউ কেউ মনে করছেন, দুই ভাগ করা হলে দল দুর্বল হবে। আবার আরেকটি অংশ মনে করছে, দুই ভাগ করা হলে দল শক্তিশালী হবে।

২০১৭ সালের ২৬ মে শামছুল আলম তোফাকে সভাপতি ও অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৪৮ সদস্যবিশিষ্ট বিএনপির কমিটি গঠন করা হয়। তারপর থেকেই পদবঞ্চিত একটি অংশ বিদ্রোহী হয়ে ওঠে। জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, কমিটি গঠনের পর থেকেই দলের ভিতর ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী আওয়ামী লীগের সহায়তায় দলীয় নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। কমিটিবিরোধীরা মনে করেন, কমিটি গঠনে অনিয়ম ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এরপর থেকেই টাঙ্গাইলে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সহসভাপতি, একজন যুগ্ম সম্পাদক ও একজন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। যদিও জাতীয় সংসদ নির্বাচনের সময় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, দলের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে মিলে দলের ভিতরে বিভেদ সৃষ্টি করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আমার মনে হয়, দলকে ভাগ না করাই ভালো। তবে দলের সর্বোচ্চ ফোরাম যদি সিদ্ধান্ত নেয় তাহলে সে সিদ্ধান্ত মেনে নিতেই হবে।

সর্বশেষ খবর