মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রিফাত হত্যার আরেক আসামির আত্মসমর্পণ

বরগুনা প্রতিনিধি

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আরও এক অপ্রাপ্তবয়স্ক আসামি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর অভিযুক্ত ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুল্লাহকে (১৭) শিশু আদালতে পাঠানো হয়। বেলা ১টার দিকে শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে রবিবার প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩ নম্বর অভিযুক্ত আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ২ নম্বর অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), তিন নম্বর অভিযুক্ত আবু আবদুল্লাহ রায়হান (১৬) এবং ১২ নম্বর অভিযুক্ত প্রিন্স মোল্লা (১৫) আদালতে আত্মসমর্পণ করেছিল। তাদের মধ্যে মোহাইমিনুল ইসলাম সিফাতকে বরগুনা জেলা কারাগার এবং অপ্রাপ্তবয়স্ক ৩ জনকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে গত ২ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ মল্লিক আদালতে আত্মসমর্পণ করে। এখন পর্যন্ত রিফাত হত্যা মামলার ১৫ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে এবং ৬ জন আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে। যাদের মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান শ্রাবণ জামিনে আছেন। গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ মামলার পলাতক আট অভিযুক্তের মালামাল ক্রোকের নির্দেশ দেন। এ মামলার তিন অভিযুক্ত আসামি এখনো পলাতক রয়েছেন। এরা হলেন প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. মুসা (২২), অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. নাইম (১৭) এবং ৯ নম্বর অভিযুক্ত মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫)। গত ২৬ জুন সকালে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন।

সর্বশেষ খবর