মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রীর সঙ্গে প্রতারণা

সিলেটে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চট্টগ্রামের এমপি পরিচয় দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে প্রতারণার অভিযোগে আবু তৈয়ব নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে সিলেটের একটি আদালত। শনিবার চট্টগ্রামের নিউমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের বোয়ালখালী থানার উত্তর কনুজুরীর আবদুল আলিমের ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই রাত ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের ফোনে একটি কল আসে। চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমানের পরিচয় দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার এক আত্মীয় সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি। জরুরি ভিত্তিতে হাসপাতালে তার কিছু টাকার প্রয়োজন। এ জন্য আবু তৈয়ব নামের একজনের কাছে টাকা পাঠাতে অনুরোধ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ওই ‘এমপিকে’ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মন্ত্রী কামরানকে ফোন করে আবু তৈয়ব নামের একজন যোগাযোগ করলে তাকে সহযোগিতার জন্য অনুরোধ করেন। পরে আবু তৈয়ব কামরানের কাছে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলেন। কামরান তাৎক্ষণিকভাবে আরও তিন আওয়ামী লীগ নেতার কাছ থেকে সংগ্রহ করা টাকাসহ ৫৩ হাজার টাকা বিকাশে পাঠান। পাশাপাশি চট্টগ্রামের ‘এমপির’ কথিত আত্মীয়কে দেখতে হাসপাতালে যান। কিন্তু সেখানে গিয়ে এরকম কোনো রোগী কিংবা আবু তৈয়বকে পাননি তারা। এমনকি যে নম্বর থেকে ফোন দেওয়া হয়েছিল, সেটিও বন্ধ পান। পরে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনিও জানান, তাকে চট্টগ্রামের ওই এমপি ফোন করেননি, বিষয়টি প্রতারকচক্রের কাজ। এ ঘটনায় ওসমানী হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের ইসরাইল আলী গত ১ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করেন। পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রযুক্তির সহায়তায় আবু তৈয়বকে শনিবার চট্টগ্রামের নিউমার্কেট থেকে গ্রেফতার করা হয়। সিলেটে এনে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণায় তার সহযোগী ছিলেন এহসানুল হক হাসান (২৬) নামের আরেকজন। তিনি মাদকের মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে। তাকে প্রতারণার মামলায় শোন অ্যারেস্ট দেখাতে আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর