মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

বিরল প্রজাতির সাপ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

বিরল প্রজাতির সাপ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করে নবাবগঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে শংখিনি সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সাধারণ মানুষের ভিড় লক্ষণীয়।

জানা যায়, সাপটির আভিধানিক নাম শংখিনি, দিনাজপুরের আঞ্চলিক নাম চাকাতি সাপ, ইংরেজিতে টাইগার স্নেক। সাপটির ওজন আনুমানিক দেড় কেজি। স্থানীয়রা জানায় এটা লোকালয়ে সচারচার দেখা যায় না। গতকাল বেলা ১২টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর উপস্থিতিতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম জানান, ৬ অক্টোবর রাত ৯টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। বেশ কয়েক বছর সাপ ধরার অভ্যাস থাকায় বিদ্যালয়ের অফিস সহায়ক আমিনুল ইসলাম ওই সাপটি রাত আনুমানিক পৌনে ১০টার দিকে স্কুলের পাশে দেখতে পায়। পরে তারা দুজনে সাপটি আটক করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীকে অবহিত করেন। তার পরামর্শক্রমে বাক্সবন্দী করে সাপটিকে গতকাল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর