শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় এক ছাদের নিচে চার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় এক ছাদের নিচে চার প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একযোগে শুরু হলো তিন দিনব্যাপী মুদ্রণপ্রযুক্তি, গৃহসজ্জা ও আলোকসজ্জার চার আন্তর্জাতিক প্রদর্শনী। গতকাল আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে মুদ্রণশিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, কাগজ, কালি ও নানাবিধ যন্ত্রপাতি নিয়ে আয়োজিত ‘প্রিন্টেক বাংলাদেশ-২০১৯’ ও সহগামী হিসেবে ‘স্ক্রিনটেক্স বাংলাদেশ-২০১৯’ শীর্ষক প্রদর্শনী দুটি উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। একই সঙ্গে রাজদর্শন হলে শুরু হয় ফার্নিচার ও লাইফস্টাইল বিষয়ক ‘ইন্টেরিয়র এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯’ ও আলোকসজ্জা বিষয়ক ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৯’ নামের দুটি প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, ‘এমন আয়োজন মুদ্রণশিল্পের সর্বাধুনিক সব প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাবে, যা আমাদের মুদ্রণশিল্পকে আরও এগিয়ে নেবে।’ তিনি বলেন, ‘প্রিন্টিং এখন শুধু বই ছাপানোর মধ্যে সীমাবদ্ধ নেই, গার্মেন্টসহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। তাই আমরা প্রিন্টিং ব্যবসা দিয়েও বৈদেশিক মুদ্রা উপার্জন করতে চাই।’ তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারতীয় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দুই দেশের সম্পর্ক অনেক চমৎকার। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা কখনো ভুলব না। কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এটা কমিয়ে আনা দরকার।’ বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, দেশে সাত হাজার মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে দুই হাজার প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। মেলার উদ্দেশ্য এ শিল্পের সব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স লিমিটেডের পরিচালক নন্দ গোপাল প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রিন্টেক বাংলাদেশ মেলায় পাওয়া যাবে মুদ্রণশিল্পের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ারস ও নানা যন্ত্রপাতি। এ ছাড়া স্ক্রিনটেক্স মেলায় মিলবে স্ক্রিন, ডিজিটাল ও টেক্সটাইল প্রিন্টিংয়ের ওপর প্রি-প্রেস, ইন-প্রেস, পোস্ট প্রেস, ফিনিশিং, কনভার্টিং, সাইনেজ, স্ক্রিন, করুগেশন, প্যাকেজিং, সফটওয়্যার, কালি, মেশিন স্পেয়ারস ও কেমিক্যাল-সংশ্লিষ্ট প্রযুক্তি। মেলায় ইন্ডিয়ান প্রিন্টিং প্যাকেজিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন ও স্ক্রিন প্রিন্টারস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৬০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ও চীনের কিছু প্রতিষ্ঠানের স্টলও রয়েছে। এ মেলা যৌথভাবে আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি।

অন্যদিকে রাজদর্শন হলে শুরু হওয়া গৃহ ও আলোকসজ্জা বিষয়ক প্রদর্শনী দুটিতে ৫০টি প্রতিষ্ঠান ১৫০টি স্টলে আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, বোর্ড, সিরামিকস, বাথরুম ফিটিংস ও এক্সেসরিজ, কিচেন ওয়্যার, ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল লাইট ও ইন্টেরিয়র ডিজাইনসহ আধুনিক জীবনযাপনের নানা পণ্য নিয়ে হাজির হয়েছে। প্রদর্শনী দুটি আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর