শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পল্টনে ডিবি পরিচয়ে ফিল্মি কায়দায় পৌনে এক কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ডিবি পরিচয়ে ফিল্মি কায়দায় পৌনে এক কোটি টাকা ছিনতাই হয়েছে। গতকাল সন্ধ্যার পর দুর্বৃত্তরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় ব্যবসায়ী নাইমুর রহমান রাফিকে মারধর করে টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। তবে ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে এক ছিনতাইকারীকে পাকড়াও করতে সমর্থ হয়। অচেতন অবস্থায় ব্যবসায়ী রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন নাইমুর রহমান রাফি (৩০) নামে এক ব্যক্তির গাড়ির গতিরোধ করেন। তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা। ওই গাড়িতে থাকা একটি টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা। ওই ব্যাগে প্রায় ৭৫ লাখ টাকা ছিল বলে রাফি পুলিশের কাছে দাবি করেন। পল্টন থানার (ওসি) আবুবক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী রাফি নিজ গাড়িযোগে টাকাভর্তি দুটি ব্যাগে করে প্রায় কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে একটি হাইয়েস গাড়ি তার গাড়ির গতিরোধ করে। মাইক্রো থেকে কয়েকজন বেরিয়ে রাফির কাছে নিজেদের ডিবির লোক পরিচয় দেন। তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের খবর পেয়ে পুলিশ এগিয়ে আসে। টের পেয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর