শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মাদক নিয়ে ত্রিদেশীয় বৈঠক করতে সম্মত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মাদক নিয়ন্ত্রণে ভারতের প্রস্তাবে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় বৈঠক করতে সম্মত হয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ মনে করে, শুধু ভারত বা বাংলাদেশ বৈঠক করে এই অবৈধ ব্যবসা ও কর্মকা- নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গতকাল বিকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পর্যায়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ। বৈঠক শেষে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক রাকেশ আসথানা বলেন, শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, এর সঙ্গে জড়িত অবৈধ অর্থের সংযোগ খুঁজে দেখা হচ্ছে। একটি খসড়া প্রস্তাব প্রায় সম্পন্ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর