শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছাত্ররাজনীতি না থাকায় এই অবস্থা

------- মাহমুদুর রহমান মান্না

ছাত্ররাজনীতি না থাকায় এই অবস্থা

বুয়েটে ছাত্ররাজনীতি থাকলে আবরার ফাহাদ হত্যাকান্ডের শিকার হতো না বলে মন্তব্য  করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রকৃতপক্ষে বুয়েটে ছাত্ররাজনীতি থাকলে আবরার ফাহাদ হত্যার শিকার হতো না। কারণ, ওইদিন রাত ৮টার সময় যখন তাকে বের করে টর্চার সেলের দিকে নিয়ে যাওয়া হয়, দুইটা ছেলে দেখত। তারা ছাত্র সংসদের সঙ্গে কথা বলত বা অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলাপ করত। এ নিয়ে হলের ভিতরে-বাইরে বিক্ষোভ হতো। সেখানে সাংবাদিকরা যেত। তাকে মেরে ফেলার সুযোগ মিলত না। এর আগেই প্রতিবাদের ঝড় উঠে যেত। বুয়েটে গতকাল ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি বলেন, ছাত্ররাজনীতি থাকলে বিশ্ববিদ্যালয়ে এসব গণরুম হতে পারত না। টর্চার সেলের প্রশ্নই ওঠে না। এভাবে ভর্তি বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি হতে পারত না। যারা ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেন, তারা বেশি ভদ্রলোকি মনোভাব দেখান। জীবনে কোনো দিন আন্দোলন-সংগ্রাম করেননি। সুন্দর একটি গাড়িতে চড়ে বেড়ান। হাসিমুখে কথা বলেন। সবাই সম্মানও করেন। তিনি নিজেকেও সম্মানিত মনে করেন। কিন্তু তারা ভুলের মধ্যে বাস করছেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজকে যে প্রতিবাদটা হলো তার নেতা কে? ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নূর। মার খেতে খেতে সে আজ ডাকসুর ভিপি হয়েছে। তথাকথিত ভদ্রলোকের রাজনীতি করলে ডাকসু ভিপি হতে পারত না নূর। আবরার হত্যাকাে  এখন যতটুকুই আন্দোলন হচ্ছে তা হচ্ছে মূলত ডাকসু নির্বাচনের কারণে। ডাকসু নির্বাচনের ৮০ ভাগ হাইজ্যাক করে নেওয়া হয়েছে। তার পরও যতটুকু আছে তা ডাকসুর কারণেই। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো ছাত্ররাজনীতিকে দুর্বৃত্তায়ন করে ফেলেছে। খুনিদের হাতে ছাত্ররাজনীতি তুলে দিয়েছে। তারা খুনি বানিয়েছে। আবরার হত্যাকাে  জড়িত একজন আকাশ। তার বাবা কুড়িগ্রামে রিকসা চালায়। তাকে খুনি বানিয়েছে কে?

সর্বশেষ খবর