শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

------ আখতারউজ্জামান

পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারউজ্জামান বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ  করে সমস্যার সমাধান হবে না। ছাত্ররাজনীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে  হবে। ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি তুলে দিতে হবে। বল প্রয়োগ, ক্ষমতার প্রভাব বন্ধ করতে হবে। ছাত্রদের হানাহানি বাদ দিয়ে আদর্শ ও নীতির রাজনীতি করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার পর ছাত্ররাজনীতি বন্ধের দাবি উঠেছে। গতকাল বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান মনে করেন, ছাত্ররাজনীতি বন্ধ করে সমস্যার কোনো সমাধান হবে না। ছাত্রদের সঠিক ও আদর্শভিত্তিক চর্চা করতে হবে। অসৎ আচরণ ও বল প্রয়োগ বন্ধ করতে হবে। ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন যে বুয়েটকে দেখেছি, এখন সে অবস্থায় নেই। আগে আমরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিতাম, ক্যালেন্ডার দিতাম। রুটিন দিতাম। ফুল দিয়ে বরণ করে নিতাম। মেধা, বিনয় দিয়ে ছাত্রদের সংগঠনে টানতাম। এখন সেই পরিস্থিতি চোখে পড়ে না। আগে ত্যাগ ও মূল্যবোধের রাজনীতি হতো। এখন সেই পরিবেশ চোখে পড়ে না। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীর উচিত জাতির পিতার আদর্শকে অনুসরণ করা।

এ জন্য তারা এখন থেকেই একটা উদ্যোগ নিতে পারে। যেমন আগামী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালন করা হবে। মুজিব বর্ষে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইটি পাঠ্য পুস্তক হিসেবে নিতে পারে। শিক্ষার্থীদের মাঝে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে হবে। ক্ষমতা যে ভোগের বস্তু নয়, তা জানাতে হবে। জাতির পিতার ত্যাগ ও আদর্শকে ধারণ করে ছাত্রলীগের নেতা-কর্মীদের পথ চলতে হবে। ছাত্রনেতাদের ছাত্রসুলভ আচরণ করতে হবে।

সর্বশেষ খবর