শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও খুন-ধর্ষণ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

ভারতের সঙ্গে সব চুক্তি বাতিল, দুর্নীতি, মাদক-জুয়া, সন্ত্রাস, খুন, ধর্ষণ বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরারের খুনিদের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরী শাখার আয়োজনে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, হাউস বিল্ডিং, সুরমা টাওয়ার হয়ে নোয়াখালী টাওয়ারে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও দেন তিনি। আরও বক্তব্য দেন মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, আহমদ আবদুল কাইয়ূম, শেখ ফজলুল করীম মারূফ প্রমুখ।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে একতরফাভাবে ভারতকে সুবিধা দিয়ে যে চুক্তি করা হয়েছে তা দেশবিরোধী, এগুলো অবিলম্বে বাতিল করতে হবে। ফেনী নদী থেকে ভারতকে পানি ব্যবহার করার অধিকার দিয়ে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র‌্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে ১৪ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। তিনি বলেন, দেশের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে আবরারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরা আবরারকে হত্যা করেনি, হত্যা করেছে দেশের জনগণকে, দেশের পতাকাকে, সার্বভৌমত্বকে, এ দেশের মাটি ও মানুষকে, ভূখ কে। এজন্য বুয়েট ভিসির অপসারণ দাবি করেন তিনি। সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ভারতপ্রেমী সরকার ভারতকে সব দিয়ে এসেছে, কিছুই আনতে পারেনি। দেশে ভয়াবহ মাদক, খুন, হত্যা, হাউজি চলছে। যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে। সেই ধারাবাহিকতায় আবরারেেক পৈশাচিকভাবে হত্যা করেছে। এর দ্রুত বিচার করতে হবে।

সর্বশেষ খবর