রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লেজুড়বৃত্তি পরিহার করতে হবে

আ স ম আবদুর রব

লেজুড়বৃত্তি পরিহার করতে হবে

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নাকচ করে ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ করলে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবেন কোথায়? ছাত্র রাজনীতির কারণেই ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন সফল হয়েছে। ছাত্র রাজনীতি ছিল বলেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না এবং কোনো সরকারই ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবে না। বরং ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তি পরিহার করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেন, ছাত্র রাজনীতি ছিল বলেই ভাষা আন্দোলন সফল হয়েছিল। গণমুখী শিক্ষা আন্দোলন সফল হয়েছে। আগে শুধু বড় লোকের ছেলেরাই পড়ালেখার সুযোগ পেত। এখন সবাই সুযোগ পাচ্ছে। এটাই ছাত্র রাজনীতির সফল। এর ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। কাজেই ছাত্র রাজনীতি বন্ধ করে সমস্যার সমাধান হবে না। ছাত্রদের মূল দলের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। ছাত্র সংগঠনকে স্বাধীন করে দিতে হবে। দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য বন্ধ করতে হবে। ছাত্র নেতাদের ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনভাবে ছাত্র নেতাদের কাজ করতে হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে সমস্যার সমাধান হবে না। বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে হলে ছাত্র রাজনীতি চালু করতে হবে।

সর্বশেষ খবর