রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সুষ্ঠু ছাত্র রাজনীতির বিকল্প নেই

ডা. মুশতাক হোসেন

সুষ্ঠু ছাত্র রাজনীতির বিকল্প নেই

শিক্ষাঙ্গনে অসংগঠিত শক্তিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সুষ্ঠু ছাত্র রাজনীতির বিকল্প নেই বলে মনে করেন ডাকসুর সাবেক জি এস ডা. মুশতাক হোসেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে নেতৃত্বদানকারী এ রাজনীতিবিদ মনে করেন, দলীয় লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার। তবে স্বাধীন ধারার ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে থাকতে হবে বলে মনে করেন ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের এ শীর্ষ নেতা। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন। বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এ রাজনীতিক দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে আবরার হত্যাকান্ডে র যে নির্মম ঘটনা ঘটেছে, তার শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশে দলীয় লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার। তবে স্বাধীন ধারার ছাত্র সংগঠন ও ছাত্র রাজনীতি থাকতে হবে। এটা না করতে পারলে মূল উদ্দেশ্যে ব্যাহত হবে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি আমাদের জাতীয় রাজনীতির স্বার্থে বিকশিত করা দরকার। অসংগঠিত শক্তিকে সুস্থ ধারায় আনতে ছাত্র রাজনীতির বিকল্প নেই। অতীতে ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠনগুলো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এটা প্রতিহত করেছে স্বাধীন ধারার ছাত্র সংগঠনগুলো। বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতির অবদান তুলে ধরে ডা. মুশতাক হোসেন বলেন, ’৫২-এর মহান ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬০-এর দশকে ৬ দফা ও ১১ দফা দাবিতে তীব্র গণআন্দোলন, ’৬৯-এর গণভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী দেশগঠন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ওয়ান-ইলেভেনের সময় আগষ্ট ছাত্রবিদ্রোহ এবং গণজাগরণ মঞ্চের আন্দোলন হলো সুস্থ ধারার ছাত্র রাজনীতির ফসল। যারা জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান, তারা তাদের সেই মানসিকতা থেকেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এসব মনোভাব ক্ষতি করবে।

সর্বশেষ খবর