রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাড়া জাগিয়ে শেষ হলো মুদ্রণ-গৃহসজ্জা প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

সাড়া জাগিয়ে শেষ হলো মুদ্রণ-গৃহসজ্জা প্রদর্শনী

দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে গতকাল শেষ হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনী ‘প্রিন্টেক বাংলাদেশ-২০১৯ ও গৃহসজ্জার ফার্নিচার এবং লাইফস্টাইল বিষয়ক চতুর্থ ইন্টেরিয়র এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯’। প্রতিদিনের মতো সমাপনী দিনেও সকাল থেকে বিপুল দর্শনার্থীর উপস্থিতি ছিল। এ প্রদর্শনীর আয়োজক ছিল আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড। সহযোগী ছিল বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি ও এফ টাচ ইভেন্টস লিমিটেড।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই দুই আয়োজনের সফল সমাপ্তি আমাদের পরবর্তী উদ্যোগে উৎসাহ জোগাবে। এখানে অংশগ্রহণকারীরাও খুশি হয়েছেন দর্শনার্থীদের সাড়া পেয়ে। সংশ্লিষ্টরা জানান, এবার মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ার্স  ও নানাবিধ যন্ত্রপাতি নিয়ে প্রিন্টেক বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে সব ধরনের প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প সংশ্লিষ্ট আন্তর্জাতিক পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে।  অপরদিকে গৃহসজ্জা পণ্যের প্রদর্শনীতে পুরুষ দর্শনার্থীর চেয়ে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি প্রতিষ্ঠান বাসা-অফিস ফার্নিচার, বোর্ড, সিরামিকস, বাথরুম ফিটিংস ও এক্সেসরিজ, স্যানিটারি, কিচেন ওয়ার, ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল লাইট ও ইন্টেরিয়র ডিজাইন প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছিল।

সর্বশেষ খবর