রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অভিযুক্তদের সাময়িক বহিষ্কারে খুশি নয় আবরারের পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি

অভিযুক্তদের সাময়িক বহিষ্কারে খুশি নয় আবরারের পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করায় পুরোপুরি খুশি হতে পারেনি আবরারের পরিবার। গতকাল সকালে আবরারের বাবা-মা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা বলেন, সিসিটিভি ফুটেজ, একজন আসামির জবানবন্দি এবং আবরার হত্যায় যে আসামিরা জড়িত এর যথেষ্ট তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও বুয়েট কর্তৃপক্ষ তাদের স্থায়ীভাবে বহিষ্কার না করে সাময়িক বহিষ্কার করেছে। এ ছাড়া আবরার হত্যা মামলা যেন রাজনীতির প্রভাবে প্রভাবিত না হয় এ আহ্বান জানিয়েছে তার পরিবার। তারা  বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি আবরার হত্যাকে পুঁজি করে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। আবরার হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া ও বিচারকাজ সঠিক এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর