সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি নেতাদের আবরারের বাড়ি যেতে দেয়নি পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির প্রতিনিধি দলকে যেতে দেয়নি পুলিশ। গতকাল দুপুর ১২টায় লালন শাহ সেতুর টোল প্লাজা থেকে ফেরত পাঠানো হয় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানসহ বিএপি নেতাদের।

জানা যায়, আমান উল্লাহ আমানের গাড়ি বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহ সেতুর ভেড়ামারা টোল প্লাজায় পৌঁছায়। সেখান থেকে দুপুর ১২টার দিকে পুলিশের বাধায় গাড়িটি পুনরায় ঢাকা অভিমুখে ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকদের আমান উল্লাহ আমান বলেন, ‘কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ করতে আমরা এসেছি। আমরা জেলা বিএনপির কার্যালয় এবং আবরাবের বাড়িতে যাব। তার বাবা-মার সঙ্গে কথা বলব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের পাঠিয়েছেন। কিন্তু সেখানে যেতে না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানকে অমান্য করা হচ্ছে।’ এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমি, সাধারণ সম্পাদক সোহবার উদ্দিন প্রমুখ। এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বিরুনি জানান, আমান উল্লাহ আমানের নিরাপত্তাজনিত কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর